শেখ সাদী এর উক্তি Sheikh Saadi quotes

শেখ সাদি বা সাদি শিরাজি বলেও পরিচিত(জন্ম:১২১০ – মৃত্যু: ১২৯১) ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবিদের অন্যতম। ফারসিভাষী দেশের বাইরেও তিনি সমাদৃত। ধ্রুপদি সাহিত্যের ক্ষেত্রে সাদিকে একজন উচু মানের কবি ধরা হয়। সাতজন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি সাহিত্য দুনিয়া থেকে মুছে ফেলা হয়, তবু ফার্সি সাহিত্য টিকে থাকবে। এই সাতজন কবির অন্যতম শেখ সাদি। নৈতিক চিন্তার গভীরতার জন্য তার কদর করা হয়।

“বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।” – শেখ সাদি

“কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না।” – শেখ সাদি

“অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।” – শেখ সাদি

“তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।” – শেখ সাদি

“মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।” – শেখ সাদি

“ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও।” – শেখ সাদি

“প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।” – শেখ সাদি

“যে মিথ্যায় মঙ্গল নিহিত তাহা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর” – শেখ সাদি

“হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর।” – শেখ সাদি

“লৌহদন্ড প্রস্তরগাত্রে যেমন বিদ্ধ হয় না, তেমনি কৃষ্ণ অন্তরেও সদুপদেশ ক্রিয়া করে না” – শেখ সাদি

“মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।” – শেখ সাদি

“যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!” – শেখ সাদি

“আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।” – শেখ সাদি

“দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।” – শেখ সাদি

“তুমি যদি উচচ সম্মান লাভ করিতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো । তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিবে ।” – শেখ সাদি

“এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।” – শেখ সাদি

“অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।” – শেখ সাদি

“তুমি বদ, লোকে বলে সৎ-ইহা অপেক্ষা তুমি সৎ, লোকে বলে বদ, ইহা ভালো” – শেখ সাদি

“আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া” – শেখ সাদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *