লালন এর কিছু বাণী বা উক্তি Lalon fakir quotes 2024

Lalon fakir quotes

বাউল সম্রাট দাম্পত্য সঙ্গী বিশাখা লালন (জন্ম: ১৭৭৪ খ্রি. – মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ ইত্যাদি নামেও পরিচিত।

Lalon (Bengali: লালন), also known as Lalon Sain, Lalon Shah, or Lalon Fakir (1774–1890), was a Bengali Baul saint, mystic, songwriter, social reformer.

Lalon fakir quotes

“ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার।” – লালন

“ও যার আপন খবর আপনার হয় না।
একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা।” – লালন

“মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি।”- লালন

“গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
এই ভ্রমও তো গেল না।” – লালন

“এমন মানবজনম আর কি হবে!
মন যা করো তরায় করো এইভবে।” – লালন

“এমন মানবজনম আর কি হবে! মন যা করো তরায় করো এইভবে।” – লালন

“খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়,
ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়” – লালন

“ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না।” – লালন

“এমন সমাজ কবে গো সৃজন হবে।যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানজাতি গোত্র নাহি রবে।” – লালন

“জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সব দেখি তা না না না।” – লালন

“খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।” – লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *